ঢাকা, ৫ অক্টোবর : রাজধানীর কাফরুলে গ্যাসের আগুনে দগ্ধ একই পরিবারের ছয়জনের মধ্যে দেলোয়ার হোসেনের (৪৫) মৃত্যু হয়েছে।
সোমবার ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যু হয়।
এর আগে গত শনিবার সকালে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তার ছেলে জাহিদ হোসেন (১৪)। এ ঘটনায় দগ্ধ অন্যরা হলেন- দেলোয়ারের স্ত্রী সালেহা বেগম (৩৮), তাদের ছেলে জাহিদ হোসেন (১৪), মেয়ে আমেনা বেগম (২৪) ও ফাতেমা আক্তার (১৪) এবং আমেনার ছেলে আরমান (১)।
বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ড. পার্থ শংকর পাল জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, ২৬ সেপ্টেম্বর রাত ২টায় কাফরুল থানার মিরপুর ১৪ নম্বরের পূর্ব সেনপাড়ার ৫৯০ নম্বর টিনশেড বাসায় গ্যাসের আগুনে দেলোয়ার হোসেনের পরিবারের ছয় সদস্য দগ্ধ হন। জাহিদ হোসেনের মৃত্যু হয়। আগুনে তার শরীরের ৪০ শতাংশ পুড়ে যায়।