স্পোর্টস ডেস্ক, ৬ অক্টোবর : দ্বিতীয় ওয়ানডেতে অনেক লড়াই করলেও আলোকস্বল্পতার ‘ঝামেলা’য় ডাকওয়ার্থ লুইসের মারপ্যাঁচে পাঁচ রানে হার মানতে হয়েছিল পাকিস্তানকে। তবে তৃতীয় ও শেষ ওয়ানডেতে তাদের সামনে দাঁড়াতেই পারেনি স্বাগতিক জিম্বাবুয়ে। বিলাল আসিফের অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচটা সহজেই সাত উইকেটে জিতে নেওয়া পাকিস্তান সিরিজ জয় করেছে ২-১ ব্যবধানে। এর আগে দুই ম্যাচের সিরিজও জিতে নিয়েছিল অতিথিরা।
হারারে স্পোর্টস ক্লাবে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল জিম্বাবুয়ে। তবে চামু চিভাভা (৪৮) ও রিচমন্ড মুতুম্বামির (৬৭) ৮৯ রানের উদ্বোধনী ভেঙে যাওয়ার পর বেশি দূর যেতে পারেনি স্বাগতিক দল। ২১তম ওভারে চিভাভার ফিরতি ক্যাচ নিয়ে জুটিটা ভেঙে দেওয়া বিলাল জিম্বাবুইয়ানদের প্রধান ‘হন্তারক’।খবর-এনটিভি অনলাইন
অফব্রেক বোলিংয়ে আরো চারটি উইকেট নিয়ে জিম্বাবুয়েকে ৭ উইকেটে ১৩৩ রানে পরিণত করেছেন বিলাল। তাঁর সঙ্গে ‘ধ্বংসযজ্ঞে’ যোগ দিয়েছেন বাঁ-হাতি স্পিনার ইমাদ ওয়াসিমও। দুজনের ঘূর্ণিতে বিভ্রান্ত স্বাগতিকরা ৩৮.৫ ওভারে ১৬১ রানে অলআউট হয়ে গেছে। দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা বিলালের ৫ উইকেটের পেছনে খরচ মাত্র ২৫ রান। তা-ও পুরো ১০ ওভার বল করে। ৩৬ রানে ৩ উইকেট নিয়েছেন ইমাদ।
বোলিংয়ের পর ব্যাট হাতেও জ্বলে উঠেছেন বিলাল। ওপেন করতে নেমে ৩৮ রান করেছেন তিনি। তাঁর সঙ্গে আহমেদ শেহজাদ (৩২), আসাদ শফিক (৩৮*) ও শোয়েব মালিকের (৩৪*) দৃঢ়তা ৩৪ ওভারেই লক্ষ্যে পৌঁছে দিয়েছে পাকিস্তানকে।
ব্যাটিং-বোলিং দুই বিভাগেই জ্বলে ওঠায় অনুমিতভাবে বিলাল ম্যাচের সেরা খেলোয়াড়। সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে শোয়েব মালিকের হাতে।