ঢাকা, ২ অক্টোবর : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার জাতীয় পার্টির সংসদ সদস্য এম এ হান্নান ও তার ছেলে রফিক সাজ্জাদসহ চারজনকে কারাগারে পাঠানো হয়েছে।
অন্য দুই আসামি হলেন-খন্দকার গোলাম সাব্বির আহম্মেদ ও মিজানুর রহমান।
শুক্রবার ঢাকার মহানগর হাকিম হাসিবুল হক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এ ছাড়া একই মামলায় গ্রেফতার অসুস্থ হরমুজ আলীকে হাসপাতালে ভর্তির জন্য শাহবাগ থানার ওসিকেও পুলিশ প্রহরাসহ
প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
আদেশ অনুসারে আজ হরমুজ আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মিসকেস নম্বর ১১/২০১৫ মামলায় গত বৃহস্পতিবার ছেলেসহ জাতীয় পার্টির ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সাংসদ এম এ হান্নানকে গুলশান থেকে গ্রেফতার করা হয়। অন্য
তিনজনকে গ্রেফতার করে ময়মনসিংহের কোতোয়ালি থানা-পুলিশ। সাপ্তাহিক ছুটির কারণে শুক্রবার ট্রাইব্যুনালের বিচারকাজ বন্ধ থাকায় ওই পাঁচজনকে ঢাকার মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।
এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই পাঁচ আসামির বিরুদ্ধে বৃহস্পতিবার গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন।