ঈদে মৌ-এর ‘বালি’

0

বিনোদন ডেস্ক, ১৯ সেপ্টেম্বর : ঈদুল আযহা উপলক্ষে এনটিভিতে ঈদের সপ্তম দিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘বালি’। সুমন ধরের রচনা ও পরিচালনায় এই টেলিফিল্মে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ, আগুন, শম্পা রেজা, তানিয়া হোসেন প্রমুখ।

‘বিশেষ দিনের একটি লাইফ মিউজিক শো’র জন্য চ্যানেল এইচ সঙ্গীতশিল্পী নীল চৌধুরীকে গান গাওয়ার জন্য অনুরোধ জানায়। অনুষ্ঠানের পরিকল্পনা শুনে দীর্ঘ ১২ বছর পর ক্যামেরার সামনে গান গাইতে রাজি হয় সে! অনেক ভক্তের গানের অনুরোধ এবং গল্পে পর্বে তার জীবনের গল্প জানতে চায় উপস্থাপিকা তানিয়া। নীল গানে গানে জীবনের হারানো প্রেমের কথা বলে।

গল্পে দেখা যায়, মধ্যবিত্ত পরিবারের একমাত্র সন্তান নীল আর এতিম মেয়ে বালি পিঠাপিঠি একসাথে বড় হয়েছে। তারা দু’জন খুব ভালো বন্ধু। বালি সরকারি একটি হাসপাতালের সেবিকা। নীল বিভিন্ন জায়গায় ঘুরেও কোনোকিছুই করতে পারে না, গুণ থাকা সত্ত্বেও টাকার জন্য মাঝপথে থেমে যায় নীল।

বালি বুঝতে পারে নীলের বাধা, কিন্তু সেও কিছু করতে পারছে না, কারণ তার কাছেও সে পরিমাণের কোনো অর্থ নেই। হঠাত্ গল্পের মতো একটি সুযোগের সম্মুখীন হয় বালি।

Share.
মন্তব্য লিখুনঃ

 

',