ইউরোপিয়ান ক্লাব এসোসিয়েশন’র বর্ষসেরা ক্লাব বার্সেলোনা

0

স্পোর্টস ডেস্ক, ৯ সেপ্টেম্বর : ২০১৪-১৫ মৌসুমে অসাধারণ পারফরম্যান্স করে ট্রেবল জয়ের কারণে ইউরোপিয়ান ক্লাব এসোসিয়েশন-ইসিএর বর্ষসেরা ক্লাবের পুরষ্কার জিতলো স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। এছাড়া সেরা উদীয়মান ক্লাবের পুরষ্কার জিতেছে ইউরোপা লিগের বর্তমান রানার্সআপ ইউক্রেনের ক্লাব নিপ্রো।

সেই সাথে সামাজিক দায়বদ্ধতার বিভাগে পুরষ্কার জিতেছে ইংলিশ ক্লাব আর্সেনাল। এছাড়া ৪র্থ ও শেষ ক্যাটাগরিতে সেরা অর্জনের পুরষ্কার জিতেছে এস্তোনিয়ান ক্লাব লেভাদিয়া তালিন। গেলো মৌসুমে লা লিগা, কোপা দেল রে ও চ্যাম্পিয়ন্স লিগ ছাড়াও সেভিয়াকে হারিয়ে ইউরোপীয় সুপার কাপের ট্রফি জেতে কাতালানরা। তাই এবারের ইউরোপিয়ান ক্লাব এসোসিয়েশনের বর্ষসেরার পুরষ্কার যে বার্সার ঘরেই যাবে তা আগে থেকেই অনুমান করা যাচ্ছিল।

যদিও স্প্যানিশ সুপার কাপে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হেরে এক মৌসুমে ছয় শিরোপা জয়ের স্বপ্ন পূরণ করা হয়নি লুই এনরিকের শিষ্যদের। কিন্তু ইসিএর সেরার পুরষ্কার ঠিকই জিতে নিয়েছে মেসি, নেইমার, সুয়ারেজরা।

Share.
মন্তব্য লিখুনঃ

 

',