স্পোর্টস ডেস্ক, ২০ সেপ্টেম্বর : পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলেছে ওয়েস্ট হ্যাম। একের পর এক আক্রমণ ঠেকিয়ে বড় অঘটনের জন্ম দেওয়ার অন্যতম নায়ক ওয়েস্ট হ্যাম গোলরক্ষক আদ্রিয়ান। দুই গোলদাতা ভিক্তর মোজেস ও দিয়াফ্রো সাখোর অবদান রয়েছেই। অন্যদিকে ম্যান সিটির একমাত্র গোলটি করেছেন কেভিন ডি ব্রুইনের।
ম্যাচের ৬ মিনিটের মাথায় মিডফিল্ডার ভিক্টর মসেস গোলে এগিয়ে যায় ওয়েস্ট হ্যাম। ২০ গজ দূর থেকে তার জোরালো কোনাকুনি শটটি পোস্টের কোল ঘেষে জালে জড়ায়। এর ৩ মিনিট পরেই সমতায় ফিরতে পারতো ম্যান সিটি।
ওয়েস্ট হ্যামের ডিফেন্ডার অ্যারন ক্রেসওয়েলের ভুলে ডি বক্সের বাইরে বল পেয়ে যান সের্হিও আগুয়েরো। কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট নেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার।
উল্টা ব্যবধান দ্বিগুন করে ওয়েস্ট হ্যাম। ম্যাচের ৩১তম মিনিটে দিয়াফ্রো সাখো বল জালে জড়ান (২-০)।
প্রথমার্ধের অতিরিক্ত মিনিটে একটি গোল শোধ করে ম্যাচে ফেরার সম্ভাবনা জাগায় সিটি। সের্হিও আগুয়েরোর বাড়ানো বল ধরে ২০ গজ দূর থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন এই মৌসুমেই ভলফসবুর্গ থেকে ইতিহাদের দলটিতে যোগ দেওয়া ডি ব্রুইন(২-১)।
আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠা লড়াইয়ে ৬৩তম মিনিটে আরও একটি সুযোগ নষ্ট করেছেন কোত দি ভোয়ার মিডফিল্ডার তুরে।