আয়ারল্যান্ডের বিপক্ষে জিম্বাবুয়ের নাটকীয় জয়

0

স্পোর্টস ডেস্ক, ১০ অক্টোবর : ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ২ উইকেটের নাটকীয় জয় পেয়েছে জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথমে ব্যাট করে আয়ারল্যান্ড নির্ধারিত ওভারে ৮ উইকেটে ২১৯ রান করে। জবাবে ৪৯ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় জিম্বাবুয়ে।

সিকান্দার রাজা ও পানিয়াঙ্গারা জয় নিশ্চিত করেন। ৬০ রানে অপরাজিত ছিলেন সিকান্দার রাজা। আর পানিয়াঙ্গারা করেন অপরাজিত ২৩ রান। জিম্বাবুয়ের পক্ষে ৬০ রান করেন এরভিন। আয়ারল্যান্ডের পক্ষে ৭০ রানে অপরাজিত ছিলেন উইলসন। জয়েস করে ৫৩ রান। ২৩ রানে অপরাজিত ছিলেন ম্যাকব্রায়ান।

জিম্বাবুয়ের পক্ষে নাইম্বু এবং মাসাকাদজা দুটি করে উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন সিকান্দার রাজা।

Share.
মন্তব্য লিখুনঃ

 

',