আর্সেনালের সহজ জয়

0

স্পোর্টস ডেস্ক, ৫ অক্টোবর : ইংলিশ প্রিমিয়ার লিগে হাইভোল্টেজ ম্যাচে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে সহজ জয় তুলে নিয়েছে আর্সেনাল। ম্যানচেস্টার ইউনাইটেডকে গানাররা হারিয়েছে ৩-০ গোলের ব্যবধানে।

এই জয়ের ফলে পয়েন্ট টেবিলেও এগিয়ে গেলো আর্সে।নাল। ৮ ম্যাচ শেষে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে আর্সেন ওয়েঙ্গারা। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে রেড ডেভিলরা তৃতীয় স্থানে ।

আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা ম্যাচের প্রথমার্ধেই তিনটি গোল আদায় করে নেয়। শুরু হওয়ার ৬ মিনিটের মাথায় ম্যানইউর জালে প্রথম বল জড়িয়ে দেন আলেক্সিজ সানচেজ। এক মিনিট যেতে না যেতে আবারও গোল হজম করলো ম্যানইউ।

সপ্তম মিনিটে দেয়া এই গোলটির গোলদাতা হলেন মেসুত ওজিল। ১২ মিনিট পর আবারও গোল। খেলার ১৯তম মিনিটে দলের হয়ে তৃতীয় এবং নিজে দ্বিতীয়বারেরমত ম্যানইউর জালে বল জড়ান আলেক্সিজ সানচেজ। থিও ওয়ালকটের অ্যাসিস্ট থেকে দলের তৃতীয় আর নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।

খেলার ৩৩তম মিনিটে ৪-০তে এগিয়ে যেতে পারত আর্সেনাল। তবে, সানচেজ-ওয়ালকট-ওজিলদের দারুণ প্রচেষ্টা থেকে বল পেলেও গোল করতে ব্যর্থ হন রামসে। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতির পর ব্যবধান কমাতে পারেনি ম্যানইউ। ফলে, নির্ধারিত সময় শেষে পরাজয় নিয়ে ফিরতে হয় অতিথিদের।

Share.
মন্তব্য লিখুনঃ

 

',