আমির খানের ভক্ত সানি লিওন

0

বিনোদন ডেস্ক, ২৩ সেপ্টেম্বর : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত আমির খানের তরুণী ভক্তর অভাব নেই।  সেই তালিকায় এ বার যোগ হল একটি বিশেষ নাম । সাবেক পর্নো তারকা সানি লিওন বলেছেন আমির খান এখনো যথেষ্ট ‘হট’ একজন পুরুষ!

একটি অনলাইন শপিং সাইটের বিজ্ঞাপনে আমির খানকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন সানি। তাঁর আসন্ন ছবি ‘দঙ্গল’এর জন্য আপাতত ওজন বাড়িয়েছেন আমির। তাঁর ওজন এখন ৯৫ কিলোগ্রাম। তাতে কী! এই মোটা আমিরকেই মনে ধরেছে সানির। টুইট করেছেন, ‘আমির তোমাকে স্ন্যাপডিলের বিজ্ঞাপনে দেখলাম। তুমি একটুও মুটিয়ে যাওনি, এখনো যথেষ্ট হট!

ও সানির এই ভাল লাগাকে তিনি কী ভাবে দেখছেন তা জানাননি আমির। ‘দঙ্গল’এর জন্য ওজন বাড়িয়ে বেশ কিছু শারীরিক সমস্যাও দেখা দিয়েছে তাঁর। সব মিলিয়ে নতুন ছবিতেই মনোযোগ দিয়েছেন তিনি। তবে সোশ্যাল মিডিয়ায় আমিরের প্রতি সানির ভালবাসা নিয়ে এখন জোর চর্চা চলছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

Share.
মন্তব্য লিখুনঃ

 

',