আন্তর্জাতিক ডেস্ক, ১১ সেপ্টেম্বর : ২০১১ সালে সিরিয়ায় যুদ্ধ শুরুর আগেই প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করতে চেয়েছিল আমেরিকা। এমনই তথ্য ফাঁস করলেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জে।
‘দ্যা উইকিলিকস ফাইলস’ নামে নতুন বই সম্পর্কে সাক্ষাৎকার দেওয়ার সময় এই তথ্যটি জানান অ্যাসাঞ্জে।
তিনি জানান, “আমেরিকার পরিকল্পনা ছিল এমন এক অবস্থা তৈরি করা, যাতে সিরিয়া সরকারকে নানাভাবে চাপে রাখা যায়৷ তবে এই পরিকল্পনার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল শিয়া-সুন্নির বিরোধ ও উত্তেজনা সৃষ্টি করা। যাতে ইরান, সৌদি আরব এবং মিশরকে দায়ি করা যায়৷
তিনি আরও বলেন, “সিরিয়ায় সন্ত্রাসীদেরকে অস্ত্র দিচ্ছে সৌদি আরব ও কাতার। এক্ষেত্রে তুরস্কও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসব দেশের প্রত্যেকের আলাদা উদ্দেশ্য রয়েছে। সিরিয়া ইস্যুতে ইজরাইলেরও স্বার্থ জড়িত রয়েছে৷সিরিয়ায় যথেষ্ট অস্থিতিশীলতা তৈরি করা গেলে গোলান মালভূমি চিরদিনের জন্য নিজের করে নিতে পারবে তেল আবিব। এছাড়া, সিরিয়ার ভেতরেও ঢুকে পড়তে পারবে ইজরাইল। সূত্র: কলকাতা