বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক আদেশ শ্রীবাস্তব আর নেই। শনিবার মাঝ রাতে মুম্বাইয়ের কোকিলাবিন ধীরুভাই আম্বানি হাসপাতালে ৫১ বছর বয়সে তার মৃত্যু হয়। স্থানীয় ওশিয়ারা শ্মশানে আজ বিকেলে আদেশের শেষকৃত্য সম্পন্ন হবে।
এর আগে আন্ধেরির এই হাসপাতালে গত ৪০ দিন ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি। ২০১০ সাল থেকে ব্ল্যাড ক্যান্সারে ভুগছিলেন আদেশ শ্রীবাস্তব।
চলতে চলতে, বাবুল, কাভি খুশি কাভি গাম, বাগবান, রাজনীতিসহ শতাধিক চলচ্চিত্রের গানে সুর দিয়েছেন আদেশ শ্রীবাস্তব।
তার সাম্প্রতিক কাজ ‘ওয়েলকাম ব্যাক’ গতকালই মুক্তি পায়। এছাড়া জি বাংলায় অনুষ্ঠিত সা-রে-গা-মা-পা তেও বিচারকের দায়িত্ব পালন করেছিলেন তিনি। আদশের স্ত্রী বিজয়েতা পন্ডিতও একজন অভিনেত্রী ও সংগীতশিল্পী।
উল্লেখ্য, ‘ক্যায়া আদা ক্যায়া জলওয়ে তেরে পারো’, ‘হাথোঁ মে আ গয়া জো কল’, ‘সোনা সোনা’, ‘শাভা শাভা’, ‘গুস্তাকিয়াঁ’, ‘মোরা পিয়া’-র মতো অসংখ্য জনপ্রিয় গানের সুরকার আদেশ।