ঢাকা : আজিয়াটার প্রেসিডেন্ট এবং গ্রুপ চিফ এঙিকিউটিভ অফিসার দাতো সিরি জামালুদ্দিন ইব্রাহিম আগামীকাল ৭ সেপ্টেম্বর একদিনের আনুষ্ঠানিক সফরে ঢাকায় আসছেন।
এ সময় তার সঙ্গে থাকবেন আজিয়াটা গ্রুপের ব্যবস্থাপনা পরিষদের সিনিয়র সদস্যরা।
দিনব্যাপী সফরে তিনি রবি আজিয়াটা লিমিটেডের কর্মকর্তাদের সঙ্গে কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা ও সরকারের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মোবাইল টেলিকম শিল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন।
আজিয়াটার প্রেসিডেন্ট এবং গ্রুপ সিইও’র সঙ্গে আরো থাকবেন চারি টিভিটি, গ্রুপ চিফ ফিনান্সিয়াল অফিসার দাতিন বদরুন্নিসা মোহাম্মদ ইয়াসিন খান, গ্রুপ চিফ ট্যালেন্ট অফিসার নিক নাজিফা নিক আহমাদ, গ্রুপ চিফ ইন্টারনাল অডিট মোহাম্মদ আইধাম নাওয়াই, গ্রুপ চিফ কর্পোরেট অফিসার রেনি ওয়ার্নার, গ্রুপ চিফ স্ট্র্যাটেজি অফিসার ডার্কে এম সানি, গ্রুপ চিফ এইচআর অফিসার সিমন পারকিনস, গ্রুপ চিফ মার্কেটিং অ্যান্ড অপারেশনস অফিসারসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা।