মেষ (মার্চ ২১-এপ্রিল ১৯) : অযথা মাথা না ঘামানোই ভালো। প্রেমের ভাগ্যের মতো চক্রাকার কোনো কিছু আর নেই। গড়িয়ে গড়িয়ে চেনা স্থান থেকে যাত্রা শুরু করে অচেনা স্থানে গিয়ে থামে। কর্মস্থলে কাজের স্বীকৃতি পাবেন। সম্পর্কের উন্নতি ঘটবে বন্ধুর সঙ্গে। যারা বিদেশ যাওয়ার চেষ্টা করছেন তাদের কেউ সফলতা পাবেন। অর্থ ভাগ্য সুপ্রসন্ন।
বৃষ (এপ্রিল ২০-মে ২০) : অর্থের সমস্যা আজ আপনার কেটে যেতে পারে। আপনি হয়তো ভালোবাসার জটিলতায় পড়তে যাচ্ছেন। এখন থেকেই সাবধান হওয়া জরুরি। ভেবেচিন্ত্রে বিনিয়োগ করলে ব্যবসায় লাভ সুনিশ্চিত। কারো সঙ্গে কথা বলার সময় অবশ্যই সচেতন হোন। শত্রুপক্ষ আশেপাশে ওত পেতে রয়েছে। বেকারদের কারো কারো চাকরির সন্ধান মিলতে পারে আজ।
মিথুন (মে ২১-জুন ২০) : আজ আপনি সফল হবেন জনতার দৃষ্টি আকর্ষণে। সৃজনশীল কাজে উৎসাহ দেবে আপনার বন্ধুরা। কাজের ব্যস্ততা দ্বিগুন বেড়ে যাবে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে এমন কিছু করুন, যাতে বন্ধুটি খুশি থাকে। নিজেকে পুরোপুরি খুশি করতে কর্মক্ষেত্র পরিবর্তন আবশ্যক। অর্থভাগ্য শুভ। দূরযাত্রা থেকে বিরত থাকুন।
কর্কট (জুন ২১-জুলাই ২২) : আজ আপনার পরিবারের লোকজন সম্মিলিত একটা সিদ্ধান্ত নিতে পারে। সেখানে দ্বিমত পোষণ করার যথেষ্ট কারণ থাকবে আপনার। প্রিয় মানুষটির কাছে আজ নিশ্চিত বকাও শুনতে হবে ভুলোমনের জন্য। ব্যবসা-বানিজ্য শুভ। বেকারদের কারো কারো হাতে আজ টাকা আসতে পারে।
সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২) : দিনের শুরুতেই কোন একটা ভালো কাজে জড়িয়ে যাবেন। ভালোবাসার ইতিবাচক সাড়া পাবেন। আজ আপনার জন্য অনেক বড় সারপ্রাইজ থাকতে পারে। কর্মক্ষেত্রে কাজের গতি দিয়ে সহকর্মীদের ঈর্ষান্বিত করে দিন। অর্থভাগ্য ভালো নেই।
কন্যা (আগস্ট ২৩-সেপ্টেম্বর ২২) : আজ আপনি শরীরে ও মনে দারুণ চাঙা হয়ে উঠবেন। কিন্তু জানেনই তো পৃথিবী সবসময় সমতা মেনে চলে, যে কারণে দিনের শেষে জিভ হয়ে যেতে পারে তেতো আর মনটা- অপমানিত। শেষ মুহূর্তে বন্ধু চিনতে ভুল করতে পারেন। অর্থভাগ্যের জন্যে চাতক পাখির মতো তাকিয়ে আছেন, কিন্তু জানেনই তো বৃষ্টির কী অবস্থা আজকাল!
তুলা (সেপ্টেম্বর ২৩-অক্টোবর ২২) : আজ অনেক বড় একটি কাজের সমাধান করে ফেলবেন নিমিষেই। যারা লেখালেখি করেন তারা একটি শুভ সংবাদও পেয়ে যাবেন। আপনার সঙ্গীর সঙ্গে হয়ে যেতে পারে অভাবনীয় কিছু ঘটনা। তবে অনলাইনে যারা প্রেম করে তারা সাবধানে থাকবেন। শিল্পসাহিত্যের দিকে ঝুঁকে থাকা মন আজ তার পর্যাপ্ত রসদ পাবে, জন্ম নিতে পারে দারুণ কোনো কাজ। অর্থভাগ্য সাম্যাবস্থায় থাকবে।
বৃশ্চিক (অক্টোবর ২৩-নভেম্বর ২১) : কিছু আর্থিক লোকসান দিয়ে হবে দিনের শুরুটা। তবে উত্তেজিত হওয়ার কিছু নেই। একটু সচেতনতায় পারে আপনাকে মুক্ত করতে। বৃশ্চিককে আজ খাবার খেতে হবে মেপে মেপে, পাখির মতো, বদহজমের যোগ আছে। আজ আপনার জন্য অভিশপ্ত জাংক ফুড। সুতরাং সতর্কতা অবলম্বন করুন।
ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১) : ধনু যদি রেগে যায়, তবে অন্য গ্রহে হলেও অনর্থ ঘটে যাবে। কর্মক্ষেত্রে জরুরি কাগজ গোপন সাবধানে রাখতে হবে। কারণ আপনার পেছনে ফেউ লেগে গেছে ইতিমধ্যেই। অর্থভাগ্য মন্দ। দূরযাত্রা শুভ, তবে জলপথে অশুভ বাতাস।
মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯) : অনেকেই মুগ্ধ হতে পারে আপনার সময়জ্ঞানে। অনেকেই কাজে সাহায্য করতে চাইতে পারে। শুভ পরিণয় অতি সন্নিকটে, তার প্রস্তুতি নিতে থাকুন। কান পেতে বাতাসে প্রেমের বাঁশির মধুরতম সুর শুনতে থাকুন। পারিবারিক সুসম্পর্কে ভর করে উজ্জ্বল সব গল্প রচিত হবে।
কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮) : আপনার মাঝে গুণাবলীর কোনো ত্রুটি নেই। সব সময় চেষ্টা করুন সামাজিক অনুষ্ঠান গুলোতে আবদান রাখার। কিন্তু আপনাকে এমন কিছু মানুষকে এড়িয়ে চলতে হবে যাদের আচরণ আপনার একদমই পছন্দ হয় না। কারণ তারা আপনার বিপরীতে অবস্থান নিতে পারে। অর্থের সংস্থানে ব্যস্ত থাকতে হতে পারে।
মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০) : মীন রাশির যারা সাধারণত কথা বলতে বেশি পছন্দ করেন। বন্ধু বা পরিবারের লোকজন বাইরে বেড়াতে যেতে বলতে পারে। নির্ভয়ে বলে ফেলুন ‘না’। এখন আপনার একটু বিশ্রাম নেয়া জরুরি। হয়তো আপনি ভালোবাসা খুঁজছেন। তবে তা পাওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে। কাজের ক্ষেত্রে শক্ত হোন। এখন কোন দ্বিমত আপনার ব্যবসার জন্য গ্রহণযোগ্য নয়।