আজই সফর বাতিলের ঘোষণা দিচ্ছে অস্ট্রেলিয়া?

0

স্পোর্টস ডেস্ক, ১ অক্টোবর : জঙ্গি হামলার হুমকির পরিপ্রেক্ষিতে বাংলাদেশে সফর বাতিল করতে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। উচ্চ পর্যায়ের এক বৈঠকের পর আজ বৃহস্পতিবারই সফর বাতিলের ঘোষণা দেয়া হতে পারে।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (এবিসি) বৃহস্পবিার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জঙ্গি হামলার হুমকির পর ক্রিকেট অস্ট্রেলিয়া সিরিজ বাতিল ঘোষণা করতে যাচ্ছে।

বাংলাদেশ সফর শেষে দেশে ফিরে সিএ’র নিরাপত্তা টিম বুধবার সংস্থার সদস্য এবং অস্ট্রেলিয়ার পররাষ্ট্র এবং বাণিজ্য দপ্তরকে সার্বিক পরিস্থিতি অবহিত করেছেন।

অস্ট্রেলিয়ান ক্রিকেটার সমিতির প্রধান নির্বাহী আলিসটেয়ার নিকোলসন বলেছেন, খেলোয়াড়দের নিরাপত্তা সর্বাগ্রে।

তবে তিনি বলেন, খেলোয়াড়রা সফরের দিকে তাকিয়ে আছেন।

Share.
মন্তব্য লিখুনঃ

 

',