Search
Wednesday 6 July 2022
  • :
  • :

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ৩ উইকেটে জয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ৩ উইকেটে জয়

স্পোর্টস ডেস্ক, ১১ সেপ্টেম্বর : পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ উইকেটে জয় পেয়েছে ইংল্যান্ড। আর এ জয়ের ফলে ২-২ তে সিরিজে সমতায় ফিরলো ইংল্যান্ড।

অস্ট্রেলিয়ার দেয়া ৩০০ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪৮.২ ওভার  খেলে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।

এর আগে নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৯৯ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া।

লিডসে ম্যাচ শুরু হয় বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ম্যাচ হারলেও তৃতীয় ওয়ানডেতে দারুণভাবেই ঘুড়ে দাঁড়ায় ইংল্যান্ড। সিরিজ জয়ের বিকল্প ছিলো না থ্রি লায়নদের। ইনজুরির কারণে আজকের ম্যাচে খেলতে পারেন নাই ক্রিস ওকস। তার জায়গায় ডেভিড উইলিকে।

এদিকে চতুর্থ ওয়ানডেতে অজি ফাস্ট বোলার মিচেল স্টার্ককে বিশ্রাম দেয়া হয়। তার পরিবর্তে খেলেন জন হ্যাস্টিং।
Leave a Reply

Your email address will not be published.