স্পোর্টস ডেস্ক, ৯ সেপ্টেম্বর : ওর্ল্ড ট্র্যাফোর্ডে সিরিজের তৃতীয় ওডিআইতে অস্ট্রেলিয়াকে ৯৩ রানে হারিয়েছে ইংল্যান্ড। এতে সিরিজে ২-১ ব্যাবধানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া।
ইংল্যান্ডের দেয়া ৩০১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অর্ধশতক করেন অ্যারন ফিঞ্চ। মিডল অর্ডার ব্যাটসম্যানরা সাবধানে খেললেও সুবিধা করতে পারেনি অস্ট্রেলিয়া। ৬ ওভার বাকি থাকতেই ২০৭ রানে অল আউট হয় অজিরা। এর আগে টস জিতে ব্যাট করতে নামে ইংল্যান্ড।
জেমস টেইলরের সেঞ্চুরি আর জেসন রয় ও এউইন মরগানের ফিফটিতে ৮ উইকেটে ৩০০ রান সংগ্রহ করে ইংল্যান্ড। সর্বোচ্চ ১০১ রান করেন টেইলর। জেসন রয় আউট হন ৬৩ রান কোরে। অধিনায়ক মরগ্যানের ব্যাট থেকে আসে ৬২ রান।