অসুস্থ নিয়ে ভাবছেন না লোপেজ

0

স্পোর্টস ডেস্ক, ২২ সেপ্টেম্বর : বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্পে যোগ হয়েছে ‘পেটের পীড়া’ নামক আতঙ্ক। দুই দিন ধরে কয়েকজন ফুটবলার পানিবাহিত রোগে ভুগছেন। তাদের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তাই এই আতঙ্ককে আমলে নিচ্ছেন না কোচ ফ্যাবিও লোপেজ। অচিরেই আক্রান্ত ফুটবলাররা পুরোপুরি সুস্থ হয়ে উঠবে বলে আশা করেছেন তিনি। গতকাল দলের অনুশীলন শেষে মিডিয়াকর্মীদের কাছে এমন আশাবাদই ব্যক্ত করেছেন বাংলাদেশ ফুটবল দলের ইতালিয়ান কোচ।

অসুস্থ ফুটবলাররা এ দিন হালকা অনুশীলন করেছেন। তাদের শারীরিক অবস্থা অনেকটা উন্নতির পথে। এ বিষয়ে ফ্যাবিও লোপেজ বলেছেন, ‘অনুশীলন ভালো চলছে। তবে গরম আবহাওয়ার কারণে একাধিক ফুটবলার একটু অসুস্থ হয়ে পড়েছে। তা অচিরেই সেরে যাবে।’

ফিফা বিশ্বকাপ-২০১৮ সামনে রেখে বাছাইপর্বে আগামী ১৩ অক্টোবর কিরগিজস্তানের বিপে অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে এটিই ইতালিয়ান কোচের প্রথম অ্যাসাইনমেন্ট। রবিবার বৃষ্টিতেই অনুশীলন ম্যাচ খেলেছে প্রাথমিক দলের ফুটবলাররা। তাই গতকাল হালকা অনুশীলন করানো হয়েছে।

প্রথমে কথা ছিল, ঢাকাতে ৫ দিনের অনুশীলন শেষে চূড়ান্ত দল ঘোষণা করবেন লোপেজ। এরপর ২০ সেপ্টেম্বর থেকে সাভারের বিকেএসপিতে আবাসিক ক্যাম্প হওয়ার কথা ছিল। পরবর্তী সময়ে কোচ এই পরিকল্পনা বাতিল করেছেন। চূড়ান্ত দল ঘোষণা করতে সময় নেবেন তিনি। তাই দল নিয়ে বিকেএসপিতে যাবেন ঈদের পর।

জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হয়েছে গত ১৫ সেপ্টেম্বর। শুরু থেকেই অনুপস্থিত হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস। কারণ হিসেবে সবার জানা ছিল তিনি ইনজুরিতে। তবে এই সময়ে ঢাকার বাইরে খ্যাপ খেলেছেন হেমন্ত। শৃঙ্খলা ভঙ্গের দায়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে তাকে। তিনি এর জবাবও দিয়েছেন। তবে এখন অব্দি ক্যাম্পে নিষিদ্ধ হেমন্ত। লোপেজ এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেছেন, ‘হেমন্তকে নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। এটা বাফুফের ব্যাপার। আমাকে শুধু দলের অনুশীলন নিয়ে প্রশ্ন করলেই খুশি হব।’

কিরগিজস্তানের বিপে খেলার আগে শক্তিশালী কোনো দলের বিপে প্রীতি ম্যাচ খেলতে চান লোপেজ। কিরগিজদের বিপে হোম ম্যাচে বাংলাদেশ ৩-১ গোলে হেরেছে। এখন অ্যাওয়ে ম্যাচ নিয়ে তিনি বলেছেন, ‘সবকিছু ঠিকমতো চললে এবং খেলোয়াড়দের ইতিবাচক মানসিকতা থাকলে আমরা কিরগিজস্তানকে হারাতেও পারি। কারণ, ফুটবলে কোনো কিছুই অসম্ভব নয়।’

Share.
মন্তব্য লিখুনঃ

 

',