Search
Thursday 25 April 2019
  • :
  • :

চট্টগ্রাম-১৫ আসনে লড়তে চান শিল্পপতি নাজির জাফর

চট্টগ্রাম-১৫ আসনে লড়তে চান শিল্পপতি নাজির জাফর

ডেইলি রিপোর্ট ডেস্ক, ১৪ নভেম্বর : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ রাজীব জাফর চৌধুরী। একই দিন বিকালে ফরম জমা দেন। তিনি চট্টগ্রাম-১৫ আসন থেকে ধানের শীষ নিয়ে নির্বাচন করতে চান। বুধবার দুপুরে তিনি ফরম সংগ্রহ করেন। এসময় সঙ্গে ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হারুন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম ও স্থানীয় নেতৃবৃন্দ।

তিনি ফরমের নির্ধারিত মূল্য ৫ হাজার টাকা পরিশোধ করেন। এবং জমা দেয়ার সময় ২৫ হাজার টাকা পরিশোধ করেন।

এর আগে গতকাল সোমবার সকাল ১০টা ৫০ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে থেকে ফেনী-১ আসনের জন্য দলীয় চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে ফরম গ্রহণ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার হাতে ফরম তুলে দেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

এরপর বগুড়া-৬ আসনের জন্য বেগম খালেদা জিয়ার পক্ষে ফরম গ্রহণ করেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এরপরে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বেগম খালেদা জিয়ার পক্ষে বগড়া-৭ আসনের ফরম গ্রহণ করেন।