Search
Thursday 20 September 2018
  • :
  • :

শাকিবের জান্নাতে অপুর ‘পাংকু জামাই’

শাকিবের জান্নাতে অপুর ‘পাংকু জামাই’

বিনোদন ডেস্ক, ১১ অক্টোবর : ঢাকার পুবাইলে শাকিব খানের শুটিং হাউজ জান্নাতে শুটিং হল অপুর ‘পাংকু জামাই’ সিনেমাটি।

আবদুল মান্নান পরিচালিত এ ছবির শেষ কিছু দৃশ্যের শুটিং শাকিবের জান্নাতে ধারণ করা হয়।

এ প্রসঙ্গে নির্মাতা আবদুল মান্নান বলেন, গত দুই দিন আমরা ‘পাংকু জামাই’ সিনেমার শুটিং করেছি। এতে অংশ নিয়েছেন অপু বিশ্বাস। শনিবার এফডিসিতে শুটিং করেছি। আর রোববার শুটিং করেছি পুবাইলে অবস্থিত শাকিব খানের শুটিং হাউস জান্নাতে। এর মধ্য দিয়ে ছবির অপু বিশ্বাসের অংশের শুটিং শেষ হয়েছে।

‘পাংকু জামাই’ ছবিতে শাকিব খান-অপু বিশ্বাস ছাড়াও এ টি এম শামসুজ্জামান, মিশা সওদাগর, পুষ্পিতা পপি প্রমুখ অভিনয় করেছেন।