Search
Wednesday 13 December 2017
  • :
  • :

রঙিন স্বপ্ন নয়, পদ্মা সেতু এখন দৃশ্যমান বাস্তবতা

রঙিন স্বপ্ন নয়, পদ্মা সেতু এখন দৃশ্যমান বাস্তবতা

ঢাকা, ৩০ সেপ্টেম্বর : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু কোনো রঙিন স্বপ্ন নয়, এখন দৃশ্যমান বাস্তবতা।

শনিবার সকালে পদ্মা সেতুর ৩৭ ও ৩৮ নম্বর পিলারের ওপর প্রথম স্প্যান বসানোর পর তিনি একথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতুর ৩৯,  ৪০ ও ৪২ নম্বর পিলারের কাজও খুব দ্রুতগতিতে এগিয়ে চলছে। শিগগিরই ৩৯ ও ৪০ নম্বর পিলারের ওপর স্প্যান বসানো হবে বলেও তিনি জানান।

এর আগে সকালে জাজিরা পয়েন্টে পদ্মা সেতুর ৩৭ ও ৩৮ নম্বর পিলারে বসানো হয় প্রথম সুপার স্ট্রাকচার (স্প্যান)। ক্রেন দিয়ে পিলারের উচ্চতায় এনে বসানো হয় স্প্যানটিকে। যার ওপর দিয়ে চলবে যানবাহন। এই স্প্যানটিই ১৬ কোটি মানুষের সামনে স্বপ্নের পদ্মা সেতুর প্রথম দৃশ্যমান অংশ। এর আগে গত দুইদিন পিলারের ওপর বেয়ারিংয়ের কাজ ও পিলারের কাছে ড্রেজিং সম্পন্ন করা হয়।

৬.১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতুতে ৪২ পিলারের ওপর বসবে ৪১টি স্প্যান। আগামী বছরের ডিসেম্বরে এই সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে।