Search
Tuesday 17 July 2018
  • :
  • :

যুবভারতীতে দাউদের গোলায় বিধ্বস্ত চিলি

যুবভারতীতে দাউদের গোলায় বিধ্বস্ত চিলি

স্পোর্টস ডেস্ক, ১২ অক্টোবর : ইরাকি ফুটবলে এখন এই একটাই নাম! দাউদের জোড়া গোলে বুধবার চিলিকে ৩-০ হারাল ইরাক৷ দাউদ শুট-আউটে বিধ্বস্ত হয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে বিদায় নিল চিলি৷

প্রথম দু’টি ম্যাচে চার পয়েন্ট নিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে ওঠার পথে অনেকটাই এগিয়ে গিয়েছে ইরাক৷ শেষ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ড্র করলেই বিশ্বকাপের শেষ ষোলোয় পৌঁছে যাবে তারা৷ দাউদের পায়ের জাদুতে মুগ্ধ ইরাকি ফুটবল৷ বিশ্বকাপের প্রথম দু’টি ম্যাচে ইরাকের চার গোলের মধ্যে একাই তিনটি গোল করেছেন দাউদ৷ মেক্সিকো ম্যাচে ইরাকের হয়ে একমাত্র গোলটি করেছিলেন দাউদ৷

ব্রাজিলের কাছে ০-৩ হেরে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের যোগ্যতাঅর্জন থেকে ছিটকে গিয়েছে সিনিয়র চিলি দল৷ এদিন ইরাকের কাছে হেরে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে বিদায় নিল যুব চিলি৷ দুই ম্যাচ মিলিয়ে মোট সাত গোল হজম করে ক্যাম্পস-লারারা৷ প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হারের পর এদিন ফের দুর্বল রক্ষণই ডোবাল চিলিকে৷ দুই ম্যাচ শেষে এখনও পয়েন্ট অধরা চিলির৷ লিগের শেষ ম্যাচে শনিবার গুয়াহাটিতে মেক্সিকোর বিরুদ্ধে নামবে তারা৷

যুবভারতীর প্রথমার্ধ যদি স্যাঞ্চো’র হয় দ্বিতীয়ার্ধ তবে দাউদের৷ রবিবারের পর এদিনও দ্বিতীয় ম্যাচে নজর কাড়লেন ইরাকের স্ট্রাইকার৷ অল্পের জন্য হ্যাটট্রিক মিস করলেও মন কাড়লেন এই জুনিয়র ফুটবলার৷

প্রথমার্ধের শুরুতেই ছ’ মিনিটে লং বল থেকে দুই ডিফন্ডারকে কাটিয়ে জোড়ালো শট দাউদের৷ ইরাকি স্ট্রাইকারের শট প্রায় আটকে ফেলেলেও দু’পায়ের ফাঁক দিয়ে বল গলিয়ে দেন ক্যানসিনো৷ আর এতেই গোলের দরজা খোলে এশিয়ান জায়েন্টরা৷

দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে ফ্রি-কিক থেকে দুরন্ত শটে জালে বল জড়ান দাউদ৷ ৮১ মিনিটে আরও একটা গোল করে হ্যাটট্রিক সেরে ফেলতে পারতেন এই ভবিষ্যত তারকা৷ দাউদের হেড চিলি ডিফেন্ডার ভ্যালেন্সিয়ার গায়ে লেগে গোলে ঢুকে যায়৷পরে সেটি আত্মঘাতী গোল বলেই বিবেচিত হয়৷ ৯০ মিনিটে অযথা বাইরে চলে যাওয়া বল বাঁচাতে গিয়ে ফাউল করে সমস্যা বাড়ায় চিলি৷ পেনাল্টি পেলেও কাজে লাগাতে পারেনি দাউদ৷ দুরন্ত সেভে দাউদের শট আটকে দেন ক্যানসিনো৷

দুই ম্যাচে একটি জয় ও একটি ড্র করে চার পয়েন্ট নিয়ে গ্রুপে দু’নম্বরে পৌঁছে গেল এশিয়ান জায়ন্টরা৷ গ্রুপের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে ইরাক৷