Search
Wednesday 20 June 2018
  • :
  • :

আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধ পাকিস্তান

আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধ পাকিস্তান

স্পোর্টস ডেস্ক, ১১ অক্টোবর: বড় দুঃসংবাদই শুনতে হলো পাকিস্তান ফুটবল ফেডারেশনকে (পিএফএফ)। ফেডারেশনের ওপর তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে পাকিস্তানকে আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধ করেছে ফিফা।

বুধবার ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, এই নিষেধাজ্ঞা না ওঠা পর্যন্ত পাকিস্তানের জাতীয় বা ক্লাব পর্যায়ের কোনো দল আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না।

২০১৫ সালে পিএফএফ-এর নির্বাচনে সংস্থার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ফয়সাল সালেহ হায়াত। তখন ভোটচুরির অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। ফলে তার আর সংস্থাটি চালানো হয়নি। আদালতে গেছে বিষয়টি। সমস্যার সমাধান করতে পাকিস্তানের হাইকোর্ট ফেডারেশন চালানোর জন্য প্রশাসক নিয়োগ দেন। সেই প্রশাসক পিএফএফ-এর সবকিছু দেখভাল করছে।

কিন্তু ব্যাপারটা ফিফার সংবিধানের পরিপন্থী। ফিফার নিয়মানুযায়ী সদস্য দেশের ফুটবল ফেডারেশন থাকবে স্বশাসিত। কোনো অবস্থাতেই রাষ্ট্র বা তৃতীয় পক্ষ সংস্থার কাজকর্মে হস্তক্ষেপ করতে পারবে না।

পাকিস্তান ফুটবল ফেডারেশনে স্বশাসন ফিরলেই এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলে জানিয়েছে ফিফা।