Search
Thursday 27 June 2019
  • :
  • :

৩০ বছর এবং ১৭২ ম্যাচ পর ফলো-অনে অস্ট্রেলিয়া

৩০ বছর এবং ১৭২ ম্যাচ পর ফলো-অনে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক, ৭ জানুয়ারি : সবশেষ ঘটনা ছিল সিডনিতে ১৯৮৮ সালে চিরপ্রতিদ্বন্ধি ইংল্যান্ডের বিপক্ষে। ৩০ বছর আগের ঘটনার পুনরাবৃত্তি আবারো হলো সিডনিতে এবার প্রতিপক্ষ ভারত। এই সময়ে অস্ট্রেলিয়া খেলেছে ১৭২টি টেস্ট ম্যাচ। যেখানে কখনোই ফলো-অন করেনি দলটি। অবশ্যে এই সিরিজে একবার ফলো-অনে পড়লেও ভারত সেটি করায় নি জয়ের খোঁজে থাকার কারণে।

সিডনিতে চতুর্থ টেস্টের চতুর্থ দিন শেষে পরাজয়ের পথে আছে অস্ট্রেলিয়া। নিজেদের প্রথম ইনিংসে ৩০০ রানে অলআউট হওয়ার দ্বিতীয় ইনিংসে ফলো-অন করছে দলটি মোট সংগ্রহ ৬ রান কোন উইকেট না হারিয়ে।

সিরিজে পিছিয়ে থাকা অস্ট্রেলিয়া ম্যাচ বাঁচাতে হলে শেষ দিনের পুরোটা সময় ব্যাট করতে হবে তথা ৯০ ওভার। আর ফলো-অন এবং ইনিংস ব্যবধান এড়াতে প্রয়োজন ৩১৬ রান।

ভারত তাদের প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ৬২২ রান তোলে ইনিংস ঘোষণা করে। ভারতের স্পিনার কুলদ্বিপ ইয়াদব অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্টে খেলতে নেমে ৫ উইকেট তুলে নেন।