Search
Thursday 25 April 2019
  • :
  • :

২-১ গোলে জিতেছে পেপ গুয়ার্দিওলার দল

২-১ গোলে জিতেছে পেপ গুয়ার্দিওলার দল

ঢাকা, ৫ ডিসেম্বর : ওয়াটফোর্ডের বিপক্ষে সহজ জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার রাতে প্রতিপক্ষের মাঠে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে জিতেছে পেপ গুয়ার্দিওলার দল। এতে টানা সপ্তম জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।

ম্যাচের প্রথমার্থে আলজেরিয়ান মিডফিল্ডার মাহরেজের ক্রসে বল পেয়ে জালে জড়ান লেরয় সানে। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুসের কাছ থেকে বল পেয়ে দলকে ২-০ গোলে এগিয়ে দেন মাহরেজ।

খেলা শেষের কিছু আগে ৮৫তম মিনিটে ফরাসি মিডফিল্ডার আবদুলাই দুকুরে গোল করে ওয়াটফোর্ডকে খেলায় ফেরায়। তবে বাকিটা সময়ে আর কোনো গোল না হওয়ায় টানা সপ্তম জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।

১৫ ম্যাচে ১৩ জয় ও দুই ড্রয়ে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৪১। ৫ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা লিভারপুল। তৃতীয় স্থানে থাকা চেলসির পয়েন্ট ৩১।