১১৫ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ

0

স্পোর্টস ডেস্ক, ১ অক্টোবর : পাকিস্তানের নারী দলের দেয়া ১১৫ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ নারী দল। শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ ওভার শেষে দুই উইকেট হারিয়ে ২১ রান সংগ্রহ করেছে সালমারা।

পাকিস্তান নারী দলের পক্ষে মেরিনা ৩৩, বিসমাহ মারুফ ৪৪, আলিয়া ২০ রান করেন। বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার ২টি, সালমা ও লতা ১টি করে উইকেট লাভ করেন।

দুই ম্যাচ টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ নারী দলের বিপক্ষে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করে স্বাগতিক পাকিস্তান নারী দল।

বৃহস্পতিবার করাচির সাউথ ক্লাব গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান নারী দলের অধিনায়ক সানা মির।

প্রথম ম্যাচে পাকিস্তান নারী দল ২৯ রানে জয় পাওয়ায় সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই সালমাদের। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে জয় পেলে ২-০ তে সিরিজ জিতে নিবে স্বাগতিকরা।

প্রসঙ্গত, দুই ম্যাচ টি-২০ সিরিজ পর বাংলাদেশ ও পাকিস্তান নারী দল দুই ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে।

Share.
মন্তব্য লিখুনঃ

 

',