হাশমির বিপরীতে নুসরাত

0

বিনোদন ডেস্ক : সরাসরি বোম্বের নায়িকা হতে যাচ্ছেন নুসরাত। এইতো কিছুদিন আগে যৌথ প্রযোজনার ছবি ‘আশিকী’র কাজ শেষ করলেন নুসরাত ফারিয়া। মুক্তির আগেই নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। তবে এবার আর ঢালিউড-টলিউড মিশ্রনে নয়।

বলিউডে সিরিয়াল কিসার খ্যাত অভিনেতা ইমরান হাশমি বিপরীতে দেখা যাবে তাকে। ছবির নাম ‘গাওয়া- দ্যা উইটনেস’। এতে আরও অভিনয় করবেন নওয়াজউদ্দিন সিদ্দিক ও কলকাতার পায়েল সরকার। ছবিটি পরিচালনা করছেন বিষ্ণু দত্ত। ফারিয়া জানান, আজ আমার জন্মদিন। এটা আমার জন্য সবচেয়ে বড় উপহার। কারণ টাইমস অব ইন্ডিয়া পত্রিকায় এ খবরটি ফলাও করে ছাপা হয়েছে।

নুসরাত ফারিয়া আরও বলেন, মূলত ‘আশিকী’ ছবির শুটিংস্পটে ‘দ্য উইটনেস’র কাস্টিং পরিচালক অপূর্ব জোসেফ উপস্থিত ছিলেন। তিনি আমার কথা হাশমি ও পরিচালককে বলেছিলেন বলে জেনেছি। এরপর ‘আশিকী’ গানটি দেখে তারা চূড়ান্ত আলোচনা করেন আমার সঙ্গে।

গাওয়া- দ্য উইটনেস একটি থ্রিলার ধাঁচের ছবি। এতে ইমরান হাশমি একজন গোয়েন্দা কর্মকর্তা। তার প্রেমিকা হিসেবে থাকবেন ফারিয়া। ছবিটির কাজ আগামী নভেম্বরে শুরু হবে। দৃশ্যধারণ হবে পুনে ও কলকাতাতে।

Share.
মন্তব্য লিখুনঃ

 

',