বিনোদন ডেস্ক : সুযোগটা এসেছিল বছর দু’য়েক আগেই। তখন ‘রাম লীলা’ ছবির প্রচারের কাজে ব্যস্ত থাকায় ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭’-এ অভিনয়ের সুযোগ ফিরিয়ে দিয়েছিলেন দীপিকা পাডুকোন। তা না হলে প্রিয়ঙ্কা চোপড়ার আগেই হলিউডে অভিষেক হতো তার।
তবে এখন আর কোনও বাধা নেই। এ বার হলিউডের জন্য প্রস্তুত দীপিকা।
গত শনিবার ১৭তম জিও মামি মুম্বই ফিল্ম ফেস্টিভ্যালে দীপিকা বলেন, ‘‘রাম লীলা-র প্রচারে ব্যস্ত থাকায় ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭’-এ অভিনয় করতে পারিনি। এখন আমি হলিউডের জন্য তৈরি। সময় অনেক বদলে গেছে। হলিউড ভারতের মতো নায়িকাদের বয়স নিয়ে মাথা ঘামায় না। সূত্র : আনন্দবাজার