Search
Tuesday 17 May 2022
  • :
  • :

হবু দম্পতির এনগেজমেন্ট এ মাসেই!

হবু দম্পতির এনগেজমেন্ট এ মাসেই!

স্পোর্টস ডেস্ক : গুঞ্জন নয় ঘটনাটা সত্যিই! সবকিছু ঠিকঠাক থাকলে শিগগিরই হয়তো এনগেজমেন্ট সারতে যাচ্ছেন ক্রিকেটার যুবরাজ সিং ও বলিউড মডেল ও অভিনেত্রী হ্যাজেল কিচ।

ভালোবাসার সম্পর্ক নিয়ে যুবরাজ-কিচ রসায়নাটা দীর্ঘদিনের। এ নিয়ে মাঝেমধ্যেই নিন্দুকেরা রটনা রটিয়ে দেন। তবে এবার মনে হচ্ছে ব্যাপারটার গুরুত্ব একটু আলাদা।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়, চলতি মাসেই নাকি ‘রোকা’ সেরে ফেলবেন এই হবু দম্পতি। পঞ্জাবি মতে এনগেজমেন্টই হল ‘রোকা’।

সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসেন ভারতীয় দলের আরেক ক্রিকেটার হরভজন সিং।ওই বিয়ের অনুষ্ঠানেই নাকি যুবরাজকে নিয়ে কানাঘুষো হয়। বাতাসে রটে যায় যুবরাজ-কিচের হতে যাওয়া এনগেজমেন্টের খবর।

টাইমস অব ইন্ডিয়া জানায়, ব্যবসা সফল ‘বডিগার্ড’ সিনেমায় সালমান খান এবং কারিনা কাপুরের সঙ্গে অভিনয় করেন হ্যাজেল। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু হলেও প্রথম সারির নায়িকা হিসেবে নিজের পায়ের তলায় মাটি শক্ত করাই হাজেলের লক্ষ্য।

এর আগে জনসম্মুখে একাধিকবার দেখা মিলেছে যুবরাজ-হ্যাজেল জুটিকে। সম্প্রতি লন্ডনে বেশ অন্তরঙ্গভাবে ছুটি কাটিয়েও ফিরেছেন তারা।তবে যুবরাজ বা হ্যাজেল কেউই এই সম্পর্ক এখনও মুখ খোলেননি।
Leave a Reply

Your email address will not be published.