Search
Tuesday 17 May 2022
  • :
  • :

হঠাৎ টেস্টকে বিদায় বললেন শোয়েব

হঠাৎ টেস্টকে বিদায় বললেন শোয়েব

স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন পর দলে ফিরে ব্যাটে ঝলক দেখাচ্ছিলেন শোয়েব মালিক। পেয়েছেন ক্যারিয়ারের প্রথম ডাবল শতক। বল হাতেও সাফল্য আসছিল।

কিন্তু, ক্যারিয়ারের এমন চূড়ায় থেকেই তিনি শারজাহ টেস্টকে জীবনের শেষ টেস্ট বলে দিলেন।

মঙ্গলবার শারজাতে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের তৃতীয় দিনে শূন্য রানে আউট হন শোয়েব মালিক। এরপরই তিনি চলতি টেস্ট পরে অবসরে যাবেন বলে ঘোষণা দেন।

প্রথম ইনিংসে শোয়েব মালিক করেছিলেন ৩৮ রান। আর এই ইংলিশদের বিপক্ষেই দীর্ঘ পাঁচ বছর পর ফিরে প্রথম টেস্টে ক্যারিয়ারের প্রথম ডাবল শতক (২৪৫) করেন এই ডান হাতি অলরাউন্ডার।

আবেগাপ্লুত শোয়েব মালিক বলেন, এখনই অবসরে যাওয়ার সঠিক সময়।

তার এই ঘোষণার ফলে পাঁচ বছর পর দলে ফিরে মাত্র তিন টেস্ট খেলেই বিদায় নিলো ভারতের টেনিস সেনসেশন সানিয়া মির্জার পাকিস্তানি স্বামী শোয়েব মালিক।

২০১০ সালে তাকে দল থেকে বাদ দেওয়া হয়। এরপর চলতি ইংল্যান্ড সিরিজে আজহার আলীর ইনজুরিতে দলে জায়গা পান তিনি। কামব্যাক ইনিংসে শোয়েব মালিক করেন ক্যারিয়ার সেরা ২৪৫ রান।

তবে পরের চার ইনিংসে তিনি দুটি ডাক মারেন, যার একটি আজই। জেমস অ্যান্ডারসনের বলে এলবিডব্লিউ হন।

যদিও বল হাতে ঠিকই নিজের ঘূর্ণিজাত চেনাচ্ছিলেন শোয়েব মালিক। তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ৯.৫ ওভার বল করে ৩৩ রানে তুলে নেন ৪ উইকেট। তারপরও শোয়েবের টেস্টকে বিদায় বলা বেশ রহস্যজনকই!
Leave a Reply

Your email address will not be published.