Search
Wednesday 26 June 2019
  • :
  • :

স্ত্রীর ধাক্কায় নদীতে নিখোঁজ সেই স্বামীর লাশ উদ্ধার

স্ত্রীর ধাক্কায় নদীতে নিখোঁজ সেই স্বামীর লাশ উদ্ধার

কুষ্টিয়া, ১৪ আগস্ট : কুষ্টিয়ায় নৌকা পার হওয়ার সময় ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়া নিখোঁজ স্বামী সাব্বিরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুষ্টিয়ার গড়াই নড়ীর মীর মশাররফ হোসেন সেতুর নিচ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত স্বামীর নাম সাব্বির। সে শহরের বিহারী পট্টির সাইফের ছেলে।

গত শনিবার (১১ আগস্ট) দুপুরে গড়াই নদীতে নৌকা পার হওয়ার সময় সাব্বিরকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেন স্ত্রী বিলকিস খাতুন। এ ঘটনার পর থেকে সাব্বির নিখোঁজ ছিলেন। পরে নৌকা থেকে নেমে বিলকিস খাতুন পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। ঘটনার দুইদিন পরে তার এ মরদেহ উদ্ধার হলো।

কুষ্টিয়া ফায়ার সার্ভিস ষ্টেশনের সিনিয়র ষ্টেশন অফিসার আলী সাজ্জাদ মরদেহ উদ্ধারের খবর নিশ্চিত করেছেন।