Search
Saturday 2 July 2022
  • :
  • :

সোনমের জীবনে সবার প্রিয় ‘প্রেম’

সোনমের জীবনে সবার প্রিয় ‘প্রেম’

বিনোদন ডেস্ক, ১ অক্টোবর : বলিউডে সবার আকাঙ্ক্ষিত ‘প্রেমের’ সঙ্গে জুড়ে যাচ্ছেন আরেক সেনশেসন সোনপ কাপুর। মুম্বাইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রিতে সম্ভবত সবচেয়ে প্রিয় চরিত্রটি হলো ‘প্রেম’। এই নামে সালমান বহু ছবিতে মাত করে দিয়েছেন। নতুন ছবির মাধ্যমে দীর্ঘ ১৬ বছর পর আবারো এক হচ্ছেন পরিচালক সুরজ বারজাতিয়া এবং সালমান।

স্বাভাবিকভাবেই সুরজ ও সালমানের এক হওয়ার মাধ্যমে সবচেয়ে আকাঙ্ক্ষিত পরিচালক-অভিনেতা জুটির আবির্ভাব ঘটছে। বিশেষ করে সুপার ডুপার হিট ‘বজরঙ্গি ভাইজান’-এর পর সালমানের পরবর্তী ছবি ‘প্রেম রতন ধান পায়ো’ নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। তা ছাড়া এ ছবিতেই থাকছেন আরেক প্রিয় তারকা সোনম। দর্শকের প্রিয় চরিত্র প্রেম-এর সঙ্গে এবার সোনমের প্রমেকাহিনী উঠে আসবে পর্দায়।

এই প্রথমবারের মতো সোনম ও সালমানকে পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন বিশাল দর্শক শ্রেণি। ফক্স স্টার স্টুডিওস এবং রাজশ্রি প্রোডাকশনের প্রেজেন্টেশনে নভেম্বরের ১২ তারিখে মুক্তি পেতে চলেছে ছবিটি। সূত্র : টাইমস অব ইন্ডিয়া
Leave a Reply

Your email address will not be published.