স্পোর্টস ডেস্ক, ১৪ অক্টোবর : সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ২২ রানে জয় পেয়েছে ভারত। এতে পাঁচ ম্যাচ সিরিজে ১-১ সমতা এনেছে মহেন্দ্র সিং ধোনিরা। ১৮ অক্টোবর সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।
বুধবার ইন্দোরে টস জিতে ব্যাট করতে নেমে ধোনির অপরাজিত হাফ সেঞ্চুরিতে (৯২*) সুবাদে ৯ উইকেট হারিয়ে ২৪৭ রান সংগ্রহ করে ভারত। জবাবে ৪০ বল হাতে রেখে ২২৫ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস।
ভারতের জয়ের নায়ক ধোনি। মূলত তার ব্যাটেই লড়াই করার পুঁজি পায় ভারত। ৮৬ বলে ৭টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৯২ রান সংগ্রহ করেন তিনি। ধোনি ছাড়া ভারতের পক্ষে শুধু রাহানে ৫১ রানের
ইনিংস খেলেন। অন্য ব্যাটসম্যানরা ব্যর্থ ছিলেন। দক্ষিণ আফ্রিকা ডেল স্টেইন সর্বোচ্চ ৩ উইকেট পান।
২৪৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দক্ষিণ আফ্রিকাও। সর্বোচ্চ ৫১ রান করেন ডু প্লেসিস। পরে ডি ভিলিয়ার্স ১৯ রান করে আউট হলেই জয়ের স্বপ্ন মলিন হয়ে যায় প্রোটিয়াদের।
অবশ্য শেষ পর্যন্ত চেষ্টা করে ব্যর্থ হয়েছেন টেলএন্ডার ব্যাটসম্যান রাবাদা ও মরকেল।
ভারতের পক্ষে ৩টি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার ও অক্ষর প্যাটেল। হরভজন সিং দুটি উইকেট পান।