Search
Thursday 19 May 2022
  • :
  • :

সিকান্দার বক্স এখন নিজ গ্রামে (মোশাররফ করিম )

সিকান্দার বক্স এখন নিজ গ্রামে (মোশাররফ করিম )

বিনোদন ডেস্ক, ৯ সেপ্টেম্বর : “আমার যৌবন ফিরিয়ে দাও” “আমার এত আবেগ ক্যারে” সহ অসংখ্য ডায়ালগে মানুষের মন জয় করে নিয়েছিল নির্মাতা সাগর জাহানের নাটক সিকান্দার বক্স। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে মোশাররফ করিমের সাবলীল অভিনয়ের মাধ্যমে বলা বিভিন্ন ডায়ালগ এখন মানুষের মুখে মুখে।

প্রতি ঈদেই নতুন মোড়কে হাজির হয় সিকান্দার বক্স। এবার কোরবানির ঈদেও আসছেন সিকান্দার বঙ। মনোরম বিভিন্ন লোকেশনে এই নাটকের শুটিং হয়েছে।

সেই ধারাবাহিকতায় এবার শুটিং হবে উত্তরা এবং ময়মনসিংহে। এটিই সিরিজের শেষ নাটক বলে জানিয়েছেন পরিচালক সাগর জাহান।

৯ আগস্ট থেকে উত্তরায় শুরু হয়েছে নাটকের চিত্রধারণের কাজ। এর পরপরই পুরো টিম শুটিংয়ে যাবে ময়মনসিংহে। এবার মোশাররফ করিমের সঙ্গে থাকছেন শখ ও ইরেশ যাকের।
Leave a Reply

Your email address will not be published.