সিএবিতে ডালমিয়াকে শেষ শ্রদ্ধা

0

স্পোর্টস ডেস্ক, ২১ সেপ্টেম্বর : ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সদ্য প্রয়াত সভাপতি জগমোহন ডালমিয়ার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখা হয়েছে কলকাতার ইডেন গার্ডেনে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলে (সিএবি)।

জিনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার দুপুরে ডালমিয়ার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ সিএবিতে রাখা হয়। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে কেওড়াতলা মহাশ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

জগমোহন ডালমিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত পৌনে ৯টার দিকে মারা যান।

বোর্ড প্রেসিডেন্টের আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ বিভিন্নজনেরা।

১৯৭৯ সালে ভারতের ক্রিকেট বোর্ডে যোগ দেন জগমোহন ডালমিয়া। ১৯৮৩ সালে তিনি বোর্ডের কোষাধ্যক্ষ হন। এর আগেও ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্বে ছিলেন ডালমিয়া। পালন করেছেন আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রেসিডেন্টের দায়িত্ব।

Share.
মন্তব্য লিখুনঃ

 

',