সাভারে নৌকা ডুবে ছাত্রলীগ নেতা নিখোঁজ

0

সাভার, ২০ সেপ্টেম্বর : সাভারে নৌকা ডুবে পিনাক নামে এক ছাত্রলীগ নেতা নিখোঁজ হয়েছেন। শনিবার রাতে পুলিশ টাউনের পাশে নদীতে নৌকাডুবির এ ঘটনা ঘটে।

সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিক এ প্রতিবেদককে জানান, নৌকায় ঘোরার সময় বিপরীত দিক দিয়ে আসা একটি ট্রলার ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়।

নৌকায় থাকা আওয়ামী লীগ নেতা রাজিবের শালক রুবেল, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিক, মানিক, শিবলি তীরে উঠতে সক্ষম হলেও পিনাক সাঁতার না জানায় তীরে উঠতে পারেননি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত পিনাককে উদ্ধার করতে চেষ্টা চালাচ্ছিলো ডুবুরি দল। -বাংলানিউজ

Share.
মন্তব্য লিখুনঃ

 

',