সানিয়া-হিঙ্গিসের শিরোপা নম্বর ৭

0

স্পোর্টস ডেস্ক, ৪ অক্টোবর : সানিয়া মির্জার টুইট, “শিরোপা নম্বর ৭”। সুইস পার্টনার মার্টিনা হিঙ্গিসের সাথে মেয়েদের টেনিসে দ্বৈতে আলো ছড়িয়ে যাচ্ছেন সানিয়া। এই জুটি এক সাথে জিতলেন নিজেদের সপ্তম শিরোপা। শনিবার উহান ওপেনের দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন সানিয়া ও হিঙ্গিস।

শীর্ষ বাছাই এই জুটি হারিয়েছে রুমানিয়ার ইরিনা বেগু ও মনিকা নিকুলেস্কুকে। সানিয়াদের জয় ৬-২, ৬-৩ এর। টুইটের সাথে সানিয়া তাদের দুজনার একটি ছবিও পোস্ট করেছেন। ছবিতে দুজনকে শিরোপা নিয়ে হাস্যোজ্জ্বল দেখা যাচ্ছে।

টুর্নামেন্টের প্রথম রাউন্ডে বাই পেয়েছিলেন সানিয়া ও হিঙ্গিস। এরপর দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে ফেভারিট জুটির মতোই জিতেছেন তারা। ফাইনালেও প্রতিপক্ষের কাছ থেকে কঠিন প্রতিরোধের সামনে পড়তে হয়নি তাদের।

এই জুটির ডাব্লিউটিএ শিরোপা এখন সাতটি। জিতেছেন ইন্ডিয়ান ওয়েলস, মিয়ামি, চার্লসটন, উইম্বলডন, ইউএস ওপেন, গুয়ানজু ও উহানের শিরোপা। শেষ তিন টুর্নামেন্ট ও শেষ ১৩ ম্যাচে তারা একটিও সেট হারেননি। সানিয়া ও হিঙ্গিসের পরের মিশন বেইজিংয়ের চায়না ওপেন। সেখানেও তারা শীর্ষ বাছাই হিসেবে খেলবেন।

Share.
মন্তব্য লিখুনঃ

 

',