স্পোর্টস ডেস্ক, ১১ অক্টোবর : চায়না ওপেনের শিরোপা জিতে নিয়েছেন সানিয়া মির্জা ও মার্টিনা হিঙ্গিস জুটি। শনিবার ফাইনালে তাইপের জুটি হাও-চিং চ্যান ও ইয়াং-জান চ্যান জুটিকে হারিয়েছে এই ইন্দো-সুইজ জুটি।
সানিয়া-হিঙ্গিস ম্যাচ জিতেছেন ৬-৭ (৯), ৬-১, ১০-৮ গেমে। ম্যাচের ব্যাপ্তি ছিল এক ঘন্টা ৪০ মিনিট।
চলতি বছর এই জুটির এটি অষ্টম শিরোপা জয়। পাশাপাশি, এ নিয়ে টানা চারটি আসরের শিরোপা জিতলেন সানিয়া-হিঙ্গিস।