সাগরে গোসল করতে নেমে মেডিকেলের ছাত্র নিখোঁজ

0

পটুয়াখালী, ৮ অক্টোবর : পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের এমবিবিএস তৃতীয় বর্ষের ছাত্র মাহমুদুল হাসান মামুন (২১)। বৃহস্পতিবার বিকালের দিকে এ ঘটনা ঘটে। মামুনের বাড়ি ঢাকার গাজীপুরে।

একই কলেজের চতুর্থ বর্ষের ছাত্র সাইদুল ইসলাম তুহিন বলেন, যুব রেডক্রিসেন্টের সৌজন্যে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার সময় আনন্দ ভ্রমণের জন্য বিভিন্ন বর্ষের ৫৪ জন ছাত্র কুয়াকাটায় যান। সেখানে তারা পুলিশ ফাঁড়ির নিকটবর্তী হোটেল সী-কুইনে ওঠেন। দুপুরের পর অনেকেই সাগরে গোসল করতে নামেন। একপর্যায়ে অন্যরা হোটেলে ফিরলেও তিনজন তখনো গোসল করছিলেন। এর মধ্যেই মামুন নিখোঁজ হন। শুক্রবার তাদের কুয়াকাটা ছাড়ার কথা ছিল।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সঞ্জয় মণ্ডল বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই বিকাল ৩টার দিকে দলবেঁধে এ ছাত্ররা সাগরে গোসল করতে নামেন। বিকাল সাড়ে ৩টার দিকে তারা মামুন নামে এক ছাত্রের নিখোঁজ হওয়ার খবর পান। এর পর থেকেই মাছধরা ট্রলারের সাহায্য উদ্ধার তৎপরতা চলছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামুনের সন্ধান পাওয়া যায়নি।

Share.
মন্তব্য লিখুনঃ

 

',