সাংবাদিক শরীফ আলমাজী আর নেই

0

ঢাকা, ১৫ সেপ্টেম্বর : জাতীয় প্রেস ক্লাব সদস্য ও অধুনালুপ্ত দৈনিক বাংলার সিনিয়র রিপোর্টার শরীফ আলমাজী আর নেই (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। রোববার বিকাল তিনটায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিন ছেলে ও স্ত্রীসহ তিনি অসংখ্য গুণগ্রাহী  রেখে গেছেন।

মরহুমের লাশ আগামীকাল সোমবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবে আনা হবে।

তার মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটি গভীরভাবে শোকাভিভূত। ক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী এক শোকবার্তায় শরীফ আলমাজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন  এবং তার শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Share.
মন্তব্য লিখুনঃ

 

',