সরকার শিক্ষার অগ্রগতি চায় না : এরশাদ

0

ঢাকা, ১১ সেপ্টেম্বর : জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, শিক্ষা কোনো পণ্য নয় যে, এটার উপর ভ্যাট আরোপ করা যাবে। শিক্ষা আমাদের নাগরিক সমাজের অধিকার। এই খাতে ভ্যাট আরোপ করার অর্থ হই হচ্ছে- সরকার শিক্ষার অগ্রগতি চায় না।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার মাধ্যম এবং জাতির মেরুদণ্ড। সেই শিক্ষা ব্যবস্থার উপর ভ্যাট আরোপের সিদ্ধান্তের চেয়ে জনস্বার্থ পরিপন্থি আর কোন কাজ থাকতে পারে না। এর ফলে বেসরকারী শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হবে। এই ভ্যাট শিক্ষা প্রতিষ্ঠানের উপর চাপিয়ে দেয়ার কথা বলা হলেও পরোক্ষভাবে তা ছাত্র-ছাত্রীদের উপরই বর্তাবে।

তিনি বলেন, সরকারের যদি এতই অর্থ সংকট হয়ে থাকে তাহলে ব্যাংক থেকে যে পরিমাণ অর্থ লুটপাট হয়েছে তা উদ্ধার করা হোক। যারা বিদেশে অর্থ পাচার করেছে সেই অর্থ দেশে ফেরত এনে সরকারী কোষাগারে জমা করা হোক। কিন্তু কোনোভাবেই ছাত্র-ছাত্রীদের শিক্ষা ব্যবস্থার উপর ভ্যাট আরোপ করবেন না।

Share.
মন্তব্য লিখুনঃ

 

',