Search
Sunday 19 May 2019
  • :
  • :

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

ঢাকা, ১১ জুন: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও শক্তি সঞ্চয় করে নিম্নচাপে পরিণত হয়েছে। এই অবস্থায় এটি রবিবার মধ্যরাতে সীতাকুণ্ড এলাকা দিয়ে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে বলে জানায় আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।

এছাড়া আবহাওয়া বিভাগ অতিভারী বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া বিভাগ। অন্যদিকে ভারী বৃষ্টিতে দক্ষিণ-পূর্ব পাহাড়ি অঞ্চলে আকস্মিক বন্যা হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

আবহাওয়া অধিদফতর রবিবার বিশেষ বিজ্ঞপ্তিতে জানায়, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও কাছাকাছি বাংলাদেশ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে মৌসুমী নিম্নচাপে রূপ নিয়ে দুপুর ১২টায় সন্দ্বীপ ও কাছাকাছি উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তর বা উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে রোববার মধ্যরাত নাগাদ সীতাকুণ্ডের কাছ দিয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে।

আবহাওয়াবিদ আরিফ হোসেন গণমাধ্যমকে জানান, মৌসুমী নিম্নচাপ হওয়ায় এর ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কোনো আশঙ্কা নেই। এটি উপকূল অতিক্রমের সময় বড় ধরনের ক্ষয়ক্ষতিরও সম্ভাবনা কম। নিম্নচাপ উপকূল অতিক্রমের সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ৫০ কিলোমিটারের মধ্যে থাকবে।

তিনি আরোও জানান, নিম্নচাপটি এখন গভীর সমুদ্রে নেই, উপকূল ঘেঁষেই রয়েছে। অলরেডি সন্দ্বীপ ও চট্টগ্রামের উপকূলীয় এলাকায় এর প্রভাব পড়েছে। বৃষ্টি হচ্ছে দমকা হাওয়াও বইছে। নিম্নচাপের প্রভাবে ঢাকায় বৃষ্টিপাত হচ্ছে। শুধু ঢাকাই নয়, কক্সবাজার, কুমিল্লাসহ বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে।

এদিকে বেশ কয়েকদিনের গরমের পর বিকেলে প্রশান্তির বৃষ্টি হওয়ায় নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।