স্পোর্টস ডেস্ক, ১৬ সেপ্টেম্বর : গোটা ভারতে তার সমর্থক কম নেই। তবু কিছু লোক রয়েছে যারা সবসময় তার সমালোচনা করেন। কেউ জাত তুলে খোঁটা দেওয়ার চেষ্টা করেন। আবার কেউ পারফরম্যান্স নিয়ে! কিন্তু সানিয়া মির্জা ‘এই কিছু’ সমালোচকদের নিয়ে মোটেও বিচলিত নন। বরং ভারতবাসীর সবাই তাকে ভালোবাসে বলে উচ্ছ্বসিত তিনি।
সানিয়া বলেছেন, সত্যি সত্যি আমি ওই সমালোচকদের পাত্তা দিই না। আমি কাগজ পড়িনি সম্প্রতি। আমি চেষ্টা করেছি টেনিস খেলে যেতে। আমি চেষ্টা করেছি সেরা পারফরম্যান্স মেলে ধরতে। সেটা করতে পেরেছি বলে আমি খুব খুশি।
আমার সৌভাগ্য যে, শিরোপা জিতে দেশে পা রাখতে পেরেছি। তাই কিছু লোক আমাকে নিয়ে কী বলছে তার দিকে মনোযোগ দিইনি। আমি জানি দেশের সবাই আমাকে ভালোবাসে।