Search
Monday 10 August 2020
  • :
  • :

সংসদ সদস্য ইসরাফিল আলমের ইন্তেকাল

সংসদ সদস্য ইসরাফিল আলমের ইন্তেকাল

ঢাকা, ২৭ জুলাই : করোনা পরবর্তী ফুসফুসের জটিলতায় মারা গেছেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান তিনি। তিন দিন ধরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

গত ৬ জুলাই করোনা আক্রান্ত হওয়ায় তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে বাসায় চিকিৎসা নিয়ে করোনাভাইরাস ( কোভিড-১৯) নেগেটিভ হয়। তবে গত ১৭ জুলাই আবারও শারীরিক দুর্বলতা দেখা দিলে হাসপাতালে ভর্তি করা হয় ইসরাফিলকে। গত শুক্রবার রাত থেকে তীব্র শ্বাসকষ্ট শুরু হলে ভেন্টিলেশন সাপোর্ট দেয়া হয়। পরে অবস্থার আরও অবনতি হলে নেয়া হয় লাইফ সাপোর্টে।

শ্রমিক নেতা ইসরাফিল আলম ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য হন। তখন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ছিলেন তিনি। বর্তমান সংসদে ওই কমিটির পাশাপাশি বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ছিলেন তিনি।
ইসরাফিল আলমের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।