ঢাকা: সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে এবং এ স্বাধীনতার জন্য আরো কোনো আইন প্রণয়ন প্রয়োজন হলে সরকার তাও করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘বস্তুনিষ্ঠ সংবাদ ছাড়া সংবাদপত্রের কোন ভূমিকা থাকতে পারে না। গণতন্ত্র রক্ষায় সংবাদপত্রের ভূমিকা অপরিসীম। সংবাদপত্র থাকলে গণতন্ত্র থাকবে আর গণতন্ত্র থাকলে সংবাদপত্রের স্বাধীনতা থাকবে। গণতন্ত্র ও সংবাদপত্র একে অপরের পরিপূরক।’