শ্রীপুরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৩

0

গাজীপুর, ২১ সেপ্টেম্বর : গাজীপুর জেলার শ্রীপুরে দুটি ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও চারজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

রবিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মাওনা মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালুল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে ঢাকাগামী মুরগীর খাবারবাহী একটি ট্রাক দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে ধাক্কা দেয়।
ঘটনাস্থলেই দুইজন ও স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে আরও একজন নিহত হন। এছাড়া চারজন আহত হন। তাদের মধ্যে একজনকে ময়মনসিংহ হাসপাতালে এবং বাকিদের স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে পাঠানো হয়েছে।

Share.
মন্তব্য লিখুনঃ

 

',