স্পোর্টস ডেস্ক : শারজাহ অলিখিত ঘরের মাঠ হলেও ইংল্যান্ডের বিপক্ষে ৩য় টেস্টের প্রথম দিনের মধ্যাহ্ন পার না হতেই বিপদে পাকিস্তান। মাত্র ১১৬ রান তুলতেই সাজঘরে ফিরে গেছেন প্রথম সারির পাঁচ ব্যাটসম্যান। ইংলিশ পেসার এবং স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে কোণঠাসা পাকিস্তানি ইনফর্ম ব্যাটসম্যানেরা।
তুখোড় ফর্মে থাকা ইউনিস খান ফিরে গেছেন ৩১ রান করে, সর্বোচ্চ ৩৮ রান করে আউট হয়েছেন শোয়েব মালিক। সররাফ্জকে সঙ্গে নিয়ে ধীর গতিতে ইনিংস টেনে নেবার চেষ্টা করছেন অধিনায়ক মিসবাহ । ইংল্যান্ডের পক্ষে ২টি উইকেট নেন জেমস এন্ডারসন, ১টি করে উইকেট নিয়েছেন ব্রড,প্যাটেল ও মঈন আলী।
৩ টেস্ট সিরিজে পাকিস্তান ১-০-এ এগিয়ে রয়েছে। ফলে সিরিজে সমতা ফেরাতে এই ম্যাচে ইংল্যান্ডকে জিততেই হবে। আর এই সিরিজ ড্র হলেও তা জিতে যাবে পাকিস্তান।