শুরুতেই আরিফের ৫ সোনা

0

স্পোর্টস ডেস্ক, ১৭ সেপ্টেম্বর : জাতীয় বয়সভিত্তিক সাঁতারের গত আসরে ১৩টি সোনা জিতে সেরা সাঁতারু হয়েছিলন আরিফুল ইসলাম। বিকেএসপির এই সাঁতারু এবারও সেই লক্ষ্যের পথে। আসরের প্রথম দিনই জিতেছেন ৫ সোনা। ১৮-২০ বছর গ্রুপে কাল সোনা জিতেছেন তিনি ১০০ মিটার ব্রেস্টস্ট্রোক, ২০০ মিটার ফ্রিস্টাইল, ২০০ মিটার বাটারফ্লাই, ১০০ মিটার ব্যাকস্ট্রোক ও ৪০০ মিটার ইন্ডিভিজ্যুয়াল মিডলে।

আরিফের পারফরমেন্সের পাশাপাশি বিকেএসপিও পদক তালিকায় তাদের আধিপত্য ধরে রেখেছে। প্রথম দিন শেষে ২৩টি সোনা নিয়ে শীর্ষে ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানটি, দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ আনসার জিতেছে ১৩ সোনা।

প্রথম দিনে মেয়েদের ইভেন্টে সেরা সোনিয়া খাতুন, বিকেএসপির এই সাঁতারু জিতেছেন ৪ সোনা (২০০ মিটার ফ্রিস্টাইল, ২০০ মিটার বাটারফ্লাই, ১০০ মিটার ব্যাকস্ট্রোক ও ৪০০ মিটার ইন্ডিভিজ্যুয়াল মিডলে)। এর পরই আনসারের মুক্তি খাতুনের অবস্থান, ১৩-১৪ বছর গ্রুপে ৩টি সোনা জিতেছেন আনসারের এই সাঁতারু।

কাল মোট ৩৬টি ইভেন্ট হয়েছে, তার মধ্যে রেকর্ড নেই অবশ্য কারো। আরিফুল আগের আসরে ৩টি নতুন জাতীয় রেকর্ডও গড়েছিলেন। এবার তাঁর সামনে সেই চ্যালেঞ্জটাও থাকছে।

Share.
মন্তব্য লিখুনঃ

 

',