বিনোদন ডেস্ক, ৩ অক্টোবর : আরিফিন শুভ ও তিশা টিভি নাটকে জুটি হয়ে অনেক অভিনয় করলেও এবার তাদের দেখা যাবে বড় পর্দায়। ছবির নাম ‘অস্তিত্ব’। ছবিটি পরিচালনা করছেন অনন্য মামুন। জানা গেছে, গত মাসের প্রথম সপ্তাহে শুভকে ছাড়াই ছবির কাজ শুরু করেন পরিচালক।
প্রথম পর্যায়ে সিলেটের শ্রীমঙ্গলে ছবির নায়িকা তিশার একক অংশের চিত্রায়ন শেষ করেন। সেখানে একটানা ১২ দিনের শুটিং হয়। আগামী ১০ অক্টোবর থেকে ঢাকায় ছবিটির দ্বিতীয় পর্যায়ের শুটিংয়ে অংশ নেবেন শুভ ও তিশা। শুভ বর্তমানে অস্ট্রেলিয়ায় আছেন ‘মৃত্যুপুরি’ ছবির কাজে।
এতে তার বিপরীতে অভিনয় করছেন লাক্স তারকা প্রসূন আজাদ। ‘অস্তিত্ব’ নিয়ে পরিচালক বলেন, ‘রোমান্টিক গল্প নিয়ে নির্মিত হচ্ছে ছবিটি। আশা করছি দর্শকদের কাছে ভালো লাগবে। ছবিটি এ বছরেই মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।’