Search
Saturday 19 January 2019
  • :
  • :

শুভবিবাহ সুসম্পন্ন! নক্ষত্রখচিত বিয়ে সোনম-আনন্দের

শুভবিবাহ সুসম্পন্ন! নক্ষত্রখচিত বিয়ে সোনম-আনন্দের

বিনোদন ডেস্ক, ৯ মে : সাত পাকে বাঁধা পড়লেন সোনম কাপুর। শিখ প্রথা মেনে আনন্দ আহুজার সঙ্গে বিবাহবন্ধনে বাঁধা পড়লেন তিনি। বিয়েতে উপস্থিত ছিলেন বলিউডের তারকারা।

৬ ও ৭ তারিখ ছিল তারকাখচিত মেহেন্দি ও সঙ্গীত অনুষ্ঠান। মঙ্গলবার বান্দ্রার ব্যান্ডস্ট্যান্ডের কবিতা সিং-এর রকডেল ম্যানসনে বিবাহবাসরের আয়োজন করা হয়।
সোনম-আনন্দ।

এই বিশেষ দিনে অনুরাধা উকিলের ডিজাইন করা লাল-সোনালী লেহেঙ্গা-চোলি ও ভারী গয়নায় সাজেন নববধূ। তাঁর চুলের সজ্জা ও মেক-আপের দায়িত্বে ছিলেন নম্রতা সোনি। সাজগোজে কম যাননি বরও। আনন্দ ভরসা রাখেন রাঘবেন্দ্র রাঠোরের ক্রিয়েশনে। বাদামী শেরওয়ানি, পাগড়ি ও রত্নখচিত নেকপিসে আনন্দকেও বেশ মানিয়েছিল। সূত্র: এই সময়