Search
Tuesday 17 May 2022
  • :
  • :

‘শুধু টাকা নয়, বেতন-বিলও পাঠানো হোক মোবাইল ব্যাংকিংয়ে’

‘শুধু টাকা নয়, বেতন-বিলও পাঠানো হোক মোবাইল ব্যাংকিংয়ে’

কর্পোরেট ডেস্ক : মোবাইল ব্যাংকিং সেবাকে শুধু টাকা পাঠানোর মধ্যে সীমাবদ্ধ নয়, এ সেবার ব্যবহার আরও বাড়ানোর আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অডিটোরিয়ামে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

রোববার “মোবাইল ফিনান্সিং সার্ভিসেস” বিষয়ক এক গোলটেবিল বৈঠকে সংগঠনটির সভাপতি হোসেন খালেদ এ আহ্বান জানান।
রোববার “মোবাইল ফিনান্সিং সার্ভিসেস” বিষয়ক এক গোলটেবিল বৈঠকে সংগঠনটির সভাপতি হোসেন খালেদ এ আহ্বান জানান।

তিনি বলেন, শুধু টাকা পাঠানো নয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা প্রদান, গ্যাস-বিদ্যুৎ ও পানি প্রভৃতি সেবার বিল প্রদানের ক্ষেত্রেও এর ব্যবহার বাড়ানো হোক। এজন্য জনগনকেও আরও উৎসাহিত করার আহবান জানান তিনি।

ডিসিসিআই এ বৈঠকের আয়োজন করে। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এতে প্রধান অতিথি ছিলেন।

বৈঠকে ডিসিসিআই সভাপতি বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধির ক্ষেত্রে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো অতীব জরুরি। দেশের অনগ্রসর জনগোষ্ঠীকে আর্থিকখাতের সুবিধা প্রদানের ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি এ সেবাকে জনগনের দোরগোরায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ খাতের ব্যবসায়ী, উদ্যোক্তাদের এগিয়ে আসার আহবান জানান।

গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিসিসিআই আহবায়ক সৈয়দ আলমাস কবীর। তিনি জানান, ২ কোটি ৯০ লাখ বৈধ নিবন্ধিত গ্রাহক মোবাইল ব্যাংকিং সুবিধা গ্রহণ করছে।

গোলটেবিল বৈঠকে বিক্যাশ এর চীফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অফিসার মেজর জেনারেল (অবঃ) শেখ মনিরুল ইসলাম, ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবুল কাসেম মোঃ শিরিন, গ্রামীণফোন লিমিটেডর ডিরেক্টর ইশতিয়াক হোসাইন চৌধুরী, আইএফআইসি ব্যাংক লিমিটেডর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর রায়হান উল আমিন, বাংলালিংক ডিজিটাল কমিনিউনিকেশন্স লিঃ এর হেড অফ গভার্নমেন্ট রিলেশন অ্যান্ড রেগুলেটরি স্ট্রাটিজি মাসহিদ রহমান, ডিসিসিআই সহ-সভাপতি মোঃ শোয়েব চৌধুরী, প্রাক্তন সহ-সভাপতি এম আবু হোরায়রাহসহ আরও আনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply

Your email address will not be published.